কাঁকসায় পিক আপ ভ্যানের সাথে ট্রাক্টরের সংঘর্ষে মৃত ১, আহত ৩
আমার কাথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৬ফেব্রুয়ারীঃ
কাঁকসা ৪ মাইলে দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। শুক্রবার সকালে একটি ইটবোঝাই ট্রাক্টর এর সাথে রঙের বস্তা বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। রংয়ের বস্তা বোঝাই পিকআপ ভ্যানের গাড়িটি রাস্তার ধারে উল্টে গেলে দুর্ঘটনায় গাড়িতে থাকা দু’জন রংমিস্ত্রি, চালক সহ মোট চারজন আহত হয়।আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় রংয়ের বস্তা বোঝাই গাড়িতে এক চালক এর মোবাইলে বন্দি হয়ে যায় দুর্ঘটনার সময়কার ভিডিও। দুর্ঘটনার সময় কার সেই ভিডিও দেখে ঘাতক ট্রাক্টর এর সন্ধান চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ। জায়গায় ভাইরাল হয়েছে ঘাতক ট্রাক্টর এর সন্ধানে।