কাঁকসায় দুর্ঘটনায় মৃত্যু মহিলা স্বাস্থ্যকর্মীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৪ নভেম্বরঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল এক স্বাস্থ্যকর্মীর। মৃতার নাম বন্দনা ঠাকুরা, বয়স ৪৪বছর, কাঁকসার পিয়ারীগঞ্জ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকালে বাড়ি থেকে বেরিয়ে তিনি দোমড়া উপস্বাস্থ্য কেন্দ্রে কাজে যোগ দিতে যাচ্ছিলেন। পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ধারে তেলিপাড়া মোড়ের কাছে গুরুতর জখম অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এলাকাবাসীদের অনুমান রাস্তায় কোনো লরি তাকে ধাক্কা মেরে চলে গেছে।গুরুতর আহত অবস্থায় তাকে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে রাখে দীর্ঘক্ষণ। পরে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দিয়ে যানচলাচল স্বাভাবিক করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বি এম ও এইচ ডাক্তার বিপ্লব মন্ডল জানিয়েছেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি জানিয়েছেন দোমড়া উপস্বাস্থ্য কেন্দ্র থেকে স্বাস্থ্যকর্মীরা আজ আশে পাশের গ্রামে করোণা ভ্যাকসিন দেওয়ার কাজে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই কাজেই যোগ দেওয়ার জন্য বন্দনা ঠাকুরাও বাড়ি থেকে বেরিয়েছিলেন। স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ঘটনার শোকস্তব্ধ কাঁকসা ব্লকের সমস্ত আশা কর্মীরা। আপাতত ওই এলাকায় আজ ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ রাখা হয়েছে।