দুর্গাপুরের গ্রাফাইট কারখানায় স্থানীয় ছেলেদের চাকরী পাওয়ার উপর জোর দিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৪সেপ্টেম্বরঃ
২০১৬ সালে তৎকালীন জেলা পর্যবেক্ষক অরূপ বিশ্বাসের নির্দেশে, শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে ভেঙ্গে দেওয়া হয়েছিল দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনটি। এরপর থেকে ওই কারখানায় শাসকদলের কোনো অনুমোদিত শ্রমিক সংগঠন হিল না। এরপর জেলার শ্রমিক সংগঠনের দায়িত্ব পান শ্রমিক নেতা বিশ্বনাথ পারিয়াল। দায়িত্ব পাওয়ার পর আজ দ্বিতীয়বার তিনি এই কারখানাতে যান, সেখানে কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে আই এন টি টি ইউ সির জেলা সভাপতি জানান যে, এই কারখানায় কোনো তোলাবাজ নেতা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাইরে থেকে লোক ঢোকাচ্ছিল এই কারখানায়। ফলে তাদের কার্যকলাপে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। এই কারখানায় তাই কর্তৃপক্ষের সাথে কথা বলে একটা গাইডলাইন তৈরী করে দেওয়া হল, যাতে এই কারখানাটি ঠিক মতো চলে। এছাড়াও বিশ্বনাথবাবু আরো বলেন ” মুখ্যমন্ত্রীর নির্দেশ এসেছে যাতে এই কারখানাটি যাতে বন্ধ না হয়ে যায় তার জন্য দুর্নীতিগ্রস্থ নেতাকে সরিয়ে দিয়ে ভালো মুখ সামনে আনতে হবে। সাথে নেত্রীর এও নির্দেশ রয়েছে স্থানীয় বেকার ছেলেদের অগ্রাধিকার দিতে হবে। টাকার বিনিময়ে বাইরের ছেলেদের এই কারখানায় ঢোকানো যাবে না।”
প্রসঙ্গতঃ দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেডের গেটের সামনে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে এদিন একটি কর্মীসভার আয়োজন করা হয়েছিল। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল সহ স্থানীয় কাউন্সিলররা।