বিধায়ক দলে ফিরতেই পান্ডবেশ্বরের কার্যালয়ের পুনর্দখল নিলেন জিতেন তিওয়ারীর অনুগামীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৯ডিসেম্বরঃ
পান্ডবেস্বরের বিধায়ক কার্য্যালয় পুনরুদ্ধার করল বিধায়কের অনুগামীরা। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত হরিপুর কোলিয়ারি এলাকায়। গত ১৭ ডিসেম্বর পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারি দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে পান্ডবেশ্বরের কোলিয়ারিতে পাণ্ডবেশ্বর ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে বিধায়কের কার্যালয়ের সামনে জিতেন্দ্র তিওয়ারির নামে থাকা ফলক ও হোর্ডিং খুলে ফেলে দেওয়া হয়। নরেন্দ্রনাথ চক্রবর্তী জিতেন্দ্র তিওয়ারিকে “বেইমান, গদ্দার” বলেও কটাক্ষ করেছিলেন। কিন্তু গতকাল শুক্রবার কলকাতায় অরূপ বিশ্বাসের সঙ্গে মিটিংয়ের পরে জিতেন্দ্র তিওয়ারি পুনরায় দলে থাকার কথা ঘোষণা করেন। এরপরই গভীর রাতে জিতেন্দ্র তিওয়ারির অনুগামী পাণ্ডবেশ্বরের যুবনেতা সঞ্জয় যাদবের নেতৃত্বে পুনরায় বিধায়ক কার্যালয় দখল করেন বলে সূত্রের খবর। সাথে “জিতেন্দ্র তিওয়ারি জিন্দাবাদ”স্লোগান দেওয়াও হয়। সূত্রের খবর, আজ শনিবার জিতেন্দ্র তিওয়ারির ওই বিধায়ক কার্যালয়ে আসার কথা রয়েছে। বিধায়ক অনুগামীরা জানান,যে আবার নতুন করে বিধায়ক কার্যালয়ের নামাঙ্কিত বোর্ড লাগানো হবে বিধায়ক এলাকায় এলেই।