আঠারো দিন পর নিজের বিধানসভা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন জিতেন্দ্র তিওয়ারী
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ১জানুয়ারীঃ
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান জেলার দলের শীর্ষ নেতাদের সাথে এক মঞ্চে দেখা গেল জিতেন্দ্র তিওয়ারিকে। শুক্রবার অনুষ্ঠানটি হয় লাউদোহা ব্লকের আমলোকা গ্রামে। বক্তৃতায় উন্নয়ন নিয়ে চড়া ভাষায় কেন্দ্রের সমালোচনা করে জিতেন্দ্রবাবু।
দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করায় কদিন আগে নিজের বিধানসভা কেন্দ্র পাণ্ডবেশ্বর ও লাউদোহায় জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে মিছিল করে ক্ষোভ উগরে দিয়েছিল দলের নেতা কর্মী সমর্থকরা। পোড়ানো হয়েছিল তার কুশপুত্তলিকাও। দলের সঙ্গে সমস্ত মতান্তর মিটিয়ে ১৭ দিন পর গতকাল বৃহস্পতিবার প্রথম নিজের বিধানসভা কেন্দ্র পান্ডবেশ্বরে পা রাখেন সস্ত্রীক জিতেন্দ্র বাবু। তবে দলের কোনো অনুষ্ঠানে নয় তিনি গতকাল পুজো দেন হরিপুরের রামসীতা মন্দির ও চাদর চড়ান লাউদোহার একটি মাজারে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই আজ শুক্রবার তাকে দেখা গেল দলের অনুষ্ঠানে। পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহা ব্লকের আমলোকা গ্রামে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় দলের পক্ষ থেকে। সেই অনুষ্ঠানে জেলার শীর্ষ নেতাদের সাথে এক মঞ্চে দেখা যায় জিতেন্দ্রবাবুকে। বিধায়ক ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা নেতা উত্তম মুখোপাধ্যায়, হরে রাম সিং, দলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় সহ অন্যরা।
বক্তৃতায় উন্নয়ন নিয়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়ান জিতেন্দ্রবাবু । বলেন “২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রচার এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন কেন্দ্রে বিজেপি সরকার হলে পশ্চিমবাংলা ডবল লাড্ডু পাবে। অর্থাৎ বাংলার উন্নয়নে সাহায্য করবে কেন্দ্র সরকা। কিন্তু বিজেপি সরকার ছ’ বছরে রাজ্যের উন্নয়নে কোন সহযোগিতা তো করেনি, বরঞ্চ বাংলায় যে উন্নয়ন মমতা বন্দোপধ্যায়ের সরকার করছে তা বানচাল করতে অরাজকতা সৃষ্টি করছে বিজেপি।” বলেন “ক্ষমতায় আসার আগে তৃণমূলের স্লোগান ছিল বদলা নয় বদল চাই। দশ বছরে তৃণমূল কাউকে ঘরছাড়া, এলাকা ছাড়া করেনি, উন্নয়নে বা নিয়োগে কারো সাথে বিমাতাসুলভ আচরণ করেননি। এটাই মমতা বন্দোপাধ্যায় আর তৃণমূল দলের বৈশিষ্ট্য। অন্যদিকে ক্ষমতায় আসবে কিনা তার ঠিক নেই অথচ এখন থেকেই বিজেপির নেতারা বলছে বদল আর বদলা দুটোই নেব আমরা। তাদের কথাতেই পরিস্কার বিজেপি কোনোদিন ক্ষমতায় এলে ধর্ম আর জাতপাত নিয়ে দাঙ্গা বাঁধিয়ে মানুষকে এলাকাছাড়া করবে। এটা বাংলার সংস্কৃতি ন।” তাই নিজেদের সংস্কৃতিকে বাঁচাতে বাংলার মানুষ ফের তৃণমূলের সরকার গড়বে বলে মন্তব্য করেন তিনি।
পাশাপাশি দলের সঙ্গে জিতেন্দ্রবাবুর দূরত্ব তৈরি হওয়া নিয়ে দলের জেলা নেতা হরে রাম সিং বলেন “যা হয়েছে তা অতীত। এখন মতান্তর ভুলে একসাথে কাজ করার সময়। আমরা একসাথে কাজ করব। জেলার সবকটি বিধানসভায় জিতে দিদিকে উপহার দিব। এখন এটাই আমাদের প্রাথমিক লক্ষ্য।”