দুর্গাপুরবাসীদের জন্য স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করা হচ্ছে কল্পতরু মেলার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮নভেম্বরঃ
শিল্পাঞ্চল দুর্গাপুরের বাসিন্দাদের কাছে রাজীবগান্ধী মেলা ময়দানের রথের মেল আ আর গ্যামন ব্রিজের কাছে কল্পতরু ময়দানে কলতরু মেলা অত্যন্ত পছন্দের। কিন্তু এ বছর করোনার প্রকোপে রথের মেলা বন্ধ থাকলেও কল্পতরু মেলা হবে এমনটাই আশ্বাস মিলল মেলা কমিটির পক্ষ থেকে। তবে হ্যাঁ অবশ্যই সরকারের স্বাস্থ্য বিধির নিয়ম মেনে তবেই হবে এই মেলা।
প্রতি বছরের ন্যায় এ বছরও ১জানুয়ারী থেকে শুরু হবে এই মেলা আর চলবে দশ দিন। তবে প্রতি বছরের থেকে এ বছরের মেলার আয়োজন হবে সীমিত রূপে। প্রথমতঃ স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস ছাড়া মেলায় প্রবেশ নিষিদ্ধ। তবুও যদি কেউ মাস্ক ভুলে মেলায় চলে আসেন তবে তাদের জন্য মেলার প্রবেশ দ্বারের সামনেই থাকবে মাস্কের স্টল। স্বল্প মূল্যে সেখান থেকে মাস্ক পাওয়া যাবে সেখানে। পাশাপাশি মেলা প্রতিটি প্রবেশদ্বারে থাকবে স্বয়ংক্রিয় জীবানুনাশক আর এর জন্য এ বছর বাড়তি নব্বই হাজার টাকা ব্যয় হবে মেলা কমিটির বলে জানা গেছে। এছাড়াও সংক্রমণ এড়াতে এ বছর মেলায় স্টলের সংখ্যাও থাকবে খুবই কম। মেলার দর্শণার্থীদের সুবিধার্থে ফুটপাতে কোনো ব্যবসায়ীকে বসতে দেওয়া হবে না।
করোনা আবহে আয়োজিত এই মেলায় আগত দর্শনার্থীদের সংক্রমণের বিষয়টি স্মরনে রাখার জন্য্য কমিটির পক্ষ থেকে সামাজিক দুরত্ব মেনে চলার বার্তা প্রতিনিয়ত দেওয়া হবে।