দুর্গাপুর ইস্পাত কারখানায় যাওয়ার মূল রাস্তায় ধস, আতঙ্ক
আমার কথা, দুর্গাপুর, ২৮ সেপ্টেম্বর:
দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোনের কনিষ্ক রোটারি সামনে রাস্তার উপর ধস নামায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। ওই জায়গাতেই ছোট গর্ত হয়েছিল, দুপুরে সেই জায়গাতেই হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে প্রায় ৮-১০ মিটার জায়গা। দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ জায়গাটির মেরামতিও শুরু করেছে।
স্থানীয়রা জানান, দুর্গাপুর ইস্পাত কারখানা যাওয়ার যে মূল রাস্তাটি রয়েছে, সেই লিংক রোডের উপর কনিষ্ক রোটারির কাছে রাস্তার উপর গর্ত হয়ে গিয়েছিল। সেই গর্তে গাছের ডালপালা ও গার্ডওয়াল দিয়ে দেওয়া হয় যাতে পথ চলতি মানুষ বিপদে না পড়ে। কিন্তু আজ দুপুর নাগাদ হঠাৎই সেই গর্তের জায়গা ভেঙ্গে পড়ে। ঠিক কি কারনে এই ধস নামলো তা জানা না গেলেও, স্থানীয়দের মধ্যে কেউ বলছেন ওই রাস্তার উপর দিয়ে বড় বড় ভারী লরি যাতায়াত করে যা বহন করার ক্ষমতা ওই রাস্তার নেই৷ তাই এই ধস। আবার অনেকে বলছেন ধসের ওই জায়গায় মাটির নিচে ম্যানহোলের পাইপ ফেটে ধসে গিয়ে এই বিপত্তি হয়েছে। রাস্তার নিচের জল ওপরে উঠে এসেছে। একদিকের রাস্তা বন্ধ করে চলছে মেরামতের কাজ।
যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি হয়নি, তবে এই রাস্তাটি দুর্গাপুর ইস্পাত কারখানায় যাওয়ার মূল রাস্তা। অসংখ্য কর্মীরা এই রাস্তা ধরে কারখানায় যাতায়াত করেন। ডিউটির টাইমে যদি এই ধস নামতো তাহলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
প্রসঙ্গত: খনি এলাকায় ধস এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। এই ধসের আতঙ্ক নিয়েই দিন কাটান খনি এলাকার বাসিন্দারা। সেই কারন অনেককেই দেখা যায় ধসের হাত থেকে বাঁচতে শিল্পশহর দুর্গাপুরে নিজেদের বাসস্থান স্থানান্তর করতে। কিন্তু আজ খোদ সেই নিশ্চিত আশ্রয়ের শহরে ধসের ঘটনায় বেশ আতঙ্কিত শহরবাসী।