বাঁশকোপা টোলপ্লাজা থেকে উদ্ধার প্রচুর পাহাড়ি চোরাই পাখি
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১ডিসেম্বরঃ
পাচার করতে গিয়ে বনদপ্তরের হাতে ধরা পড়ল বহু সংখ্যক চোরাই পাখি। উদ্ধার হল ৩২০টি টিয়া ও ১৫টি পাহাড়ি ময়না পাখি। আপাততঃ পাখিগুলি বনদপ্তরের অধীনে রয়েছে।
বনদপ্তর সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে বিহারের পাটনা থেকে একটি বেয়সরকারী বাস যখন কলকাতায় যাচ্ছিল সেই সময় গোপন সুত্রে খবর পেয়ে বাসটিকে দুর্গাপুরের বাঁশকোপা টোলপ্লাজায় আটক করা হয় বনদপ্তরের পক্ষ থেকে।
বনদপ্তর আধিকারিক নীলরতন পান্ডা জানান, “বাসটি থেকে টিয়া ও পাহাড়ি ময়না পাখি উদ্ধার হয়েছে। বাসের চালক ও খালাসীকে আমরা আটক করেছি। তাদের জেরা করে জানার চেষ্টা করছি যে পাখিগুলিকে কারা কোথায় পাচার করছিল।” পাশাপাশি এই অরপরাধচক্রের মূল পান্ডা পর্যন্ত্য পৌঁছোনোর চেষ্টা চালাচ্ছি। তিনি আরো জানান যে, পাখিগুলিকে গড়জঙ্গল বা অন্য কোনো জঙ্গলে নিয়ে ছেড়ে দেওয়া হবে।”