করোনা সংক্রমন এড়াতে ধর্ম গুরুদের হাতে তুলে দেওয়া হলো মাস্ক স্যানিটাইজার
আমার কথা, পশ্চিম বর্ধমান(উখরা), ২৩জুলাইঃ
করোনা সংক্রমণ এড়াতে বিভিন্ন সম্প্রদায়ের ধর্ম গুরুদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়া হলো স্বেচ্ছাসেবী সংস্থা দ্য ন্যাশনাল কোল্ডফিল্ড সিটিজেন ফোরামের পক্ষ থেকে । বৃহস্পতিবার সকালে উখরা এলাকায় করোনা সংক্রমণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে সংস্থার পক্ষ থেকে ট্যাবলো বের করা হয় । সেখানে সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন উখরা গুরুদুয়ারার পক্ষে সুবীরবীর সিং, হনুমান মন্দিরের প্রধান পুরোহিত পিন্টু পান্ডে ও পুরাতন জামা মসজিদের ইমাম ইয়াকুব খান । সুমিত বাবু তাদের হাতে প্রয়োজনীয় সংখ্যক মাক্স স্যানিটাইজার তুলে দেন । ধর্মীয় স্থানে আসা ভক্তদের মধ্যে সেগুলি বিতরণ করার আবেদন জানান তিনি । সুমিত বাবু বলেন করোনা মহামারীর আকার নিয়েছে । একমাত্র সচেতনতাই পারে এই সংক্রমণ আটকাতে । সেই সাথে মাস্ক স্যানিটাইজার ব্যবহার অত্যন্ত প্রয়োজন বলে জানান তিনি ।