দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের কারখানায় দুষ্কৃতি হানা, নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ধৃত ১
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৪ফেব্রুয়ারীঃ
নিরাপত্তারক্ষীদের তৎপরতায় ভেস্তে গেল ডাকাতির পরিকল্পনা। দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের এই ঘটনায় নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে একজন দুষ্কৃতী। যদিও বাকিরা পালাতে সক্ষম হয়।
দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, গতকাল অর্থাৎ বুধবার রাত ১২টা নাগাদ ওই কারখানার ৭নং গেট দিয়ে ২৫-৩০ জনের একটি দুষ্কৃতির দল ঢোকে ডাকাতির উদ্দেশ্যে। কিন্তু বিষয়টি সেই সময় কারখানায় কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের নজরে চলে আসে। সাথে সাথে তাঁরা ঝাঁপিয়ে পড়েন ওই দুষ্কৃতিদের উপর। দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয়। তবে শেষ প্ররযন্ত্য অবস্থা বেগতিক দেখে ওই ডাকাতের দল কারখানা থেকে পালিয়ে যায়। তবে ডাকাত দলের একজন ধরা পড়ে যায় নিরাপত্তারক্ষীদের হাতে। এরপর পুলিশকে খবর দেওয়া হলে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃত দুষ্কৃতিকে। এখন পুলিশ ধৃত দুষ্কৃতিকে জেরা করে বাকিদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে।