কৃষকদের ডাকা চাক্কা জ্যামকে সমর্থন করে খনি এলাকাতে জাতীয় সড়ক অবরোধ
আমার কাথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৬ফেব্রুয়ারীঃ
কেন্দ্রের নয়াকৃষি আইন বাতিলের দাবিতে আজ শনিবার গোটা দেশজুড়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছিল আন্দোলনরত কৃষক নেতারা । তাদের ডাকে সাড়া দিয়ে পাণ্ডবেশ্বরেও পথ অবরোধ হয়, ফলে বেশকিছু সময় ধরে যানজট হয় ৬০ নং জাতীয় সড়কের উপর। বাম প্রভাবিত শ্রমিক সংগঠন AIKMS ও IFTU কর্মী সমর্থকরা এই কর্মসূচিতে অংশ নেন। পাণ্ডবেশ্বর এর পুরনো বিডিও অফিস মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক মিনিট পনেরো অবরোধ হয়। ফলে যানজট সৃষ্টি হয় এলাকায়।
ইফটু সংগঠনের নেতা কীর্তন কোটাল বলেন প্রায় দুমাস হয়ে গেল কৃষি বিল বাতিলের দাবিতে কৃষকরা রাস্তায় বসে আন্দোলন করছে। কৃষকদের দাবি না মেনে সরকার চক্রান্ত করছে আন্দোলন ভাঙার। তিনি দাবি করেন কৃষকদের দাবির সমর্থন করছে গোটা দেশ ও কৃষকরা।