পানাগড়ে স্টেশনে পূর্বাঞ্চল এক্সপ্রেসের নতুন স্টপেজ, সাংসদকে নিয়ে অসন্তোষ
আমার কথা, পানাগড়, ৭ সেপ্টেম্বর:
বৃহস্পতিবার থেকে পানাগর স্টেশনে নতুন স্টপেজ শুরু হল পূর্বাঞ্চল এক্সপ্রেসের।
বৃহস্পতিবার কলকাতা থেকে গরোখপুর যাওয়ার পথে পানাগর স্টেশনে ট্রেনটি দাঁড়াতেই ট্রেনের চালক এবং ট্রেনের সহজ চালককে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান রেলের আধিকারিকরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ট্রেনটি পানাগর স্টেশনে দাঁড়াতে তাকে সবুজ পতাকা দেখান বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুয়ালিয়া ও রেলের আধিকারিকরা।
তার পরেই গোরখপুরের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।
বর্তমানে ট্রেনটি সপ্তাহে দুদিন চলবে বলে রেলের পক্ষ থেকে জানা গেছে।
পূর্বাঞ্চল এক্সপ্রেস ট্রেনটি পানাগড়ে দাড়ানোর ফলে পানাগর বাজারের বাসিন্দাদের এবং আশেপাশের এলাকার যাত্রীদের অনেকটাই সুবিধা হলো বলে জানিয়েছেন ট্রেনের যাত্রীরা।
অন্যদিকে, এদিন লোকসভার সাংসদ নিরুদ্দেশ আছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ পানাগড় থেকে এমনটাই অভিযোগ করলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পূরব ব্যানার্জি।
তার অভিযোগ রেলের কোনো অনুষ্ঠান বা কর্মসূচি পানাগড়ে থাকলে তবেই দেখা মেলে সাংসদ এসএস আলুওয়ালিয়ার। কিন্তু গত পাঁচ বছর ধরে দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদের দেখা পাওয়া যায়নি। এই বিষয়ে তারা প্রশাসনের কাছে একটি নিরুদ্দেশ সংক্রান্ত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন কংগ্রেসের ব্লক সভাপতি।