হাইটেনশনের খুঁটি পুঁততে এসে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে ফিরতে হল বিমান নগরী কর্তৃপক্ষকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৩ডিসেম্বরঃ
বিমান নগরীতে বিদ্যুৎ সরবরাহের জন্য অন্ডালের তামলা ও লাউদোহা ব্লকের আরতী গ্রামের চাষের জমির উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বৈদ্যুতিক তার । বৈদ্যুতিক খুঁটি পোঁতার জন্য এসব এলাকায় জমি অধিগ্রহণ করেছিল বিমান নগরী কর্তৃপক্ষ ২০১৪ সালে। কিন্তু এখনো অনেক চাষি সেই ক্ষতিপূরণের টাকা পাইনি। কেউ আবার ক্ষতিপূরণের আংশিক টাকা পেলেও পাইনি বাকি টাকা। তাই ক্ষতিগ্রস্ত চাষিদের দীর্ঘদিন ধরে জমছিল ক্ষোভ। বুধবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বিমান নগরীর বিদ্যুৎ সরবরাহকারী বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলি পরিবর্তন করে নতুন খুঁটি পোঁতার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিদ্যুৎ কর্মীরা আজ সেই কাজ করতে গেলে স্থানীয় ক্ষতিগ্রস্ত চাষীরা তাদের কাজ করতে বাধা দেয় বলে অভিযোগ।
ক্ষতিগ্রস্ত চাষী সেখ মোফিজুল, আক্তার মন্ডল জানান ২০১৪ সালে বিদ্যুতের খুঁটি পোঁতা জন্য তাদের জমি অধিগ্রহণ করে বিএপিএল কর্তৃপক্ষ। কিন্তু ক্ষতিপূরণের সেই টাকা তারা আজও পাননি। আবার কেউ কেউ ক্ষতিপূরণের আংশিক টাকা পেলেও পুরো টাকা তাদের এখনো দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা। সেই কারনেই কাজে বাধা দেওয়া হয়েছে। বকেয়া টাকা না পাওয়া পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। বাধা পেয়ে ফিরে যান বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। চাষীদের অভিযোগ নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি বিএপিএল কর্তৃপক্ষের।