১লা ফেব্রুয়ারী থেকে দুর্গাপুর ব্যারেজের রাস্তায় ওয়ান ওয়ে করে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৩১জানুয়ারীঃ
গত বছরের অক্টোবর মাসে দুর্গাপুর ব্যারেজের ৩১নং লকগেট ভেঙ্গে কার্যতঃ জলশূণ্য হয়ে পরেছিল শিল্পাঞ্চল দুর্গাপুর। জলের হাহাকার পড়ে গেছিল শহরের বাসিন্দাদের মধ্যে। শুধু তাই নয় এর আগেও একবার একই ভাবে লকগেট ভেঙ্গে এইভাবেই জলশূণ্য হয়েছিল জলাধার। বারংবার এই ঘটনা ঘটার কারনে সেচদপ্তরের নজরদারি নিয়ে ওঠে প্রশ্ন। পাশাপাশি দুর্গাপুর ব্যারেজের উপর নির্মিত ব্রিজের স্বাস্থ্য নিয়েও। । তবে দ্বিতীয়বারের বিপর্যয়ের পরে নড়েচড়ে বসে সেচদপ্তর।
ইতিমধ্যেই লকগেট মেরামতি সহ পুরোনো লকগেট বদলানোর কাজ শুরু হয়েছে। এরই পাশাপাশি ব্যারেজের উপরের ব্রিজের এবার স্বাস্থ্য পরীক্ষার কাজ শুরু হতে চলেছে।
বর্তমানে এই ব্রিজের বয়স হয়েছে ৬৫ বছর। এই ব্রিজ যথেষ্টই গুরুত্বপূর্ণ। যা দুই জেলার অর্থাৎ পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও বাঁকুড়া যাওয়ার মূল সংযোগস্থল। আর সেই স্বাস্থ্য পরীক্ষার কারণেই আগামী কাল অর্থাৎ সোমবার থেকে যান নিয়ন্ত্রণ করা হবে বলে সেচ দফতরের তরফে জানানো হয়েছে।
সেচ দপ্তরের আধিকারিক গৌতম ব্যানার্জি জানান, ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্যই আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ১৩ ই ফেব্রুয়ারি পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রন করা হবে। সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ওয়ান ওয়ে করে যান চলাচল করবে। ১৪ই ফেব্রুয়ারি সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ থাকবে।