কাজোরায় একই জায়গায় ফের ধসে আতঙ্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১৪ডিসেম্বরঃ
ধসের কারণে আতঙ্ক ছড়ালো গ্রামে। বেঘোরে মৃত্যুর আশঙ্কায় পূনর্বাসনের দাবিতে সোচ্চার হয়েছেন বাসিন্দারা। সোমবার ভোররাতে ধসের ঘটনাটি ঘটে কাজোরার বহুলা পঞ্চায়েতের পরাশকোল গ্রামে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ সোমবার ভোর রাতে গ্রাম সংলগ্ন মাঠে ধসের ফলে বেশ কিছুটা এলাকাজুড়ে মাটি বসে যায়। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ফাটলও ধরে, যার ফলে আতঙ্ক ছাড়ায় গ্রামে।
উল্লেখ্য আজ ভোর বেলায় যে জায়গাটিতে ধসের ঘটনা ঘটে সেখানেই ২০১১ সালের ১৫ জুন ধসের বড় ঘটনা ঘটেছিল। সেই ধসে তলিয়ে গ্রামের বাসিন্দা তপন ব্যানার্জি ও তার ছেলে সায়ন ব্যানার্জি ,অপর বাসিন্দা তারক ব্যানার্জি ও তার মেয়ে বৃষ্টি ব্যানার্জির মৃত্যু হয়। পরে সেই জায়গাটি ইসিএলের পক্ষ থেকে মাটি ফেলে ভরাট করে দেওয়া হয়েছিল। আজ ভোর রাতে ফের সেখানেই ধসের ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে। ধসের জেরে বেশ কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দেয়।
বাসিন্দাদের পক্ষে কাজল চট্টোপাধ্যায় জানান গ্রামের আশপাশে কাজোরা ইন্ডিয়ার বেশ কয়েকটি কয়লা খনি রয়েছে। ক্রমাগত ব্লাস্টিং ও কয়লা উত্তোলনের ফলে এলাকায় মাঝেমধ্যেই ধস ও ধসের জেরে বাড়িতে ফাটলের ঘটনা ঘটে। বেশিরভাগ সময়ই এলাকার পুকুর ও কুয়োতে জল থাকে না। বিষয়টি খনি কর্তৃপক্ষকে গ্রামবাসীদের পক্ষ থেকে বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন কাজল বাবু। আজকের ঘটনায় পূনর্বাসনের দাবিতে সোচ্চার হয়েছেন বাসিন্দারা। তাদের দাবি দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করুক সংস্থা। তা না হলে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।