খোয়া যাওয়া ১৫টি মোবাইল ফিরিয়ে দিলো পান্ডবেশ্বর থানার পুলিশ
admin
October 6, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৫সেপ্টেম্বরঃ
সাম্প্রতিক কালে পান্ডবেশ্বর থানা এলাকায় বেশ কিছু মোবাইল চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তার অভিযোগ থানাতে লিখিত আকারে জানিয়ে ছিলেন মোবাইলের মালিকরা। এরপর গোপন সুত্র ধরে তদন্তে নেমে পান্ডবেশ্বর থানার পুলিশ বেশ কিছু এরকমই খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে পান্ডবেস্বরের বিভিন্ন এলাকা থেকে। আজ অর্থাৎ মঙ্গলবার ১৫টি মোবাইল তাদের মালিকদের হাতে তুলে দেয় পান্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশের এই তৎপরতাতকে সাধুবাদ জানান মোবাইলের মালিকরা।