আদালতের নির্দেশ মানছে না দুর্গাপুরের বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুলগুলি, অভিযোগে অভিভাভকদের বিক্ষোভ

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৩নভেম্বরঃ
করোনা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে ১৩ই অক্টোবর আদালতের পক্ষ থেকে স্কুলগুলিকে নতুন ফি পরিকাঠামো তৈরী করার নির্দেশ দেওয়া হয় আর তা ৩১ অক্টোবরের মধ্যে করে ফেলারও নির্দেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। কিন্তু অভিভাবকদের অভিযোগ দুর্গাপুরের কয়েকটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুল আদালতের নির্দেশ না মেনে বরং সেই নির্দেশের উল্টো পথে হেঁটে নিজেদের মতো করে ফি ধার্য করছে। আদালতের এই নির্দেশকে অমান্য কি করে করতে পারে স্কুলগুলি? এই অভিযোগ তুলে আজ অর্থাৎ শুক্রবার দুর্গাপুরের গান্ধীমোর থেকে অভিভাবকরা একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি গান্ধীমোড় থেকে বেরিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে গিয়ে দাঁড়ায়। মিছিল শেষে তাঁরা একটি স্মারকলিপি জমা করেন মহকুমা শাসকের কাছে এই আর্জিতে যেন আদালতের নির্দেশ স্কুলগুলি মেনে নিয়ে সেই অনুযায়ী নতুন ফির পরিকাঠামো তৈরী করে।