রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরে পানাগড়ে বিলি করা হল রিপোর্ট কার্ড

আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ২ফেব্রুয়ারীঃ
বর্তমান রাজ্য সরকারের দশ বছরের কাজের খতিয়ান তুলে ধরতে রিপোর্ট কার্ড নিয়ে পানাগড় বাজারে বাড়ি বাড়ি প্রচার করল তৃনমূল কংগ্রেস।
এদিন পানাগড় বাজারের পুরাতন কাঁকসা রোড,ইমলি তলা,দক্ষিণ ক্যানেল পাড় সহ বিভিন্ন এলাকায় প্রচার করলেন তৃণমূলের কাঁকসা ব্লকের ব্লক সভাপতি দেবদাস বক্সী,এছাড়াও এদিন প্রচারে যোগ দেন তৃণমূল নেতা সুন্দরলাল পাসোয়ান,কাঁকসা ব্লকের তৃণমূলের যুব সহ সভাপতি সমরেশ ব্যানার্জি, চিন্ময় মণ্ডল, অর্ধেন্দু দাস সহ কাঁকসা ব্লকের তৃণমূল কর্মী সমর্থকরা।
তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী বলেন আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল সরকারের ১০বছরের সাফল্যের রিপোর্ট কার্ড বিলি করে এলাকার মানুষের মধ্যে ভোটের প্রচার করেন তারা।
পাশাপাশি এদিন এলাকার মানুষের মধ্যে দুয়ারে সরকারের সাফল্য ও স্বাস্থ্য সাথী কার্ডের সাফল্য তুলে ধরেন তৃণমূল কর্মীরা।