আসানসোলে শপিং মলের নিরাপত্তারক্ষীদের কেটে নেওয়া হল বেতন, প্রতিবাদে বিক্ষোভ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৮এপ্রিলঃ
করোনা মোকাবিলায় রাজ্য তথা দেশে লকডাউন শুরু পরেই রাজ্য তথা কেন্দ্র সরকারের পক্ষ থেকে বেসরকারী সংস্থার কর্তৃপক্ষের কাছে এই মর্মে আবেদন রাখা হয় যে, লকডাউন চলাকালীন কোনো কর্মীর যেন বেতন কাটা না হয়, কিন্তু তারপরেও সেই আবেদনে সাড়া না দিয়ে আসানসোলের গ্যালাক্সী শপিং মলের নিরাপত্তারক্ষীদের বেতন কেটে নেওয়ার অভিযোগ উঠছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অভিযোগে আজ মঙ্গলবার ওই শপিং মলের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভে সামিল হন, যাদের সমর্থণ করেন তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন।
ওই শপিং মলে কর্মরত নিরাপত্তারক্ষীদের অভিযোগ যে, যেদিন থেকে রাজ্যে প্রথম দফার লকডাউন ঘোষণা করল রাজ্য সরকার সেদিন তারা কে কিভাবে ডিউটি করবে তা নিয়ে কর্তৃপক্ষের তরফে তাদের পরিষ্কার করে কিছু নির্দেশ দেওয়া হয়নি বলে অভিযোগ। তাই তারা নিজেদের মতো করে ডিউটি করেছেন। আর এখন প্রথম দফার লকডাউনের পরে তারা দেখছেন যে মল কর্তৃপক্ষ তাদের “নো ওয়ার্ক নো পে” দেখিয়ে যারা যারা সেই সময় কাজে আসতে পারেননি তাদের বেতন কেটে নিয়েছে। সাথে তারা এও বলেন যে, পূর্বে যখন পরিস্থিতি ঠিক ছিল আর তারা তাদের দায়িত্বও ঠিক মতো পালন করেছেন তখন কিন্তু কর্তৃপক্ষ তাদের কোনো উৎসাহ প্রদান করেননি। অথচ আজ এই বিপদের দিনে কর্তৃপক্ষ তাদের পাশে না দাঁড়িয়ে উল্টে তাদের বেতন কেটে নিয়ে তাদের বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। এই অভিযোগে আজ ৪৭নং ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা মিলন মন্ডলের নেতৃত্বে বিক্ষোভে সামিল হন ওই শপিং মলের নিরাপত্তারক্ষীরা।
অপরদিকে এই বিষয়ে ওই শপিং মল কর্তৃপক্ষের সাথে কথা বলতে গেলে তারা এ বিষয়ে কোনো কথা বলতে রাজী হননি।