অস্থায়ী ও ঠিকা শ্রমিকদের সচেতন করতে অন্ডালে সেমিনার
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৮নভেম্বরঃ
রবিবার ইসিএলের বাঁকোলা এরিয়ার গুলমোহর ক্লাব সভাকক্ষে আয়োজিত হল ঠিকা শ্রমিকদের স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে একটি বিশেষ সেমিনার। শ্রমিক সংগঠন এইচএমএস আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি এস কে পান্ডে, উমেশ মিশ্র, শ্যামল বাগদি ছাড়াও ইসিএলের ডাইরেক্টর পার্সোনাল বিনয় রজ্ঞন, বাঁকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার আর কে মহাপাত্র সহ প্রায় ২০০ জন প্রতিনিধি।
এস কে পান্ডে জানান , ”ইন্ডাস্ট্রিয়াল অল”- নামে একটি আন্তর্জাতিক শ্রমিক সংগঠন রয়েছে, গোটা বিশ্ব জুড়ে যারা ঠিকা শ্রমিকদের স্বার্থে কাজ করে। এইচ এম এস সেই আন্তর্জাতিক সংগঠনের সদস্য। এদিনের এই সেমিনারের বিষয়ে তিনি বলেন ইসিএলে স্থায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন স্বীকৃত ট্রেড ইউনিয়ন রয়েছে। স্থায়ী শ্রমিকেরা বিভিন্ন সুযোগ-সুবিধা আইনগতভাবে পেয়ে থাকেন। কিন্তু অস্থায়ী বা ঠিকা শ্রমিকরা অনেক ক্ষেত্রে তা পান না। আইন থাকলেও তা কার্যকর হয় না। ফলে বঞ্চিত হন অস্থায়ী ও ঠিকা শ্রমিকেরা। আইনে তাদের জন্য কি কি সুযোগ সুবিধার বিধান আছে এবং কিভাবে সেগুলি পাওয়া যায় তাই নিয়ে শ্রমিকদের সচেতন করতেই এদিনের সেমিনার বলে তিনি জানান।