আসানসোলে আগুনে ভস্মীভূত দোকান
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ১৬ মেঃ
আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল একটি দোকান। ঘটনাটি ঘটে আসানসোল উত্তর থানা এলাকার ডিপু পাড়ায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা। যদিও দোকান মালিক জানিয়েছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। একটি দোকানের মধ্যেই পার্লার ও কসমেটিক্স এর দুটি আলাদা ইউনিট ছিল। মহিলাদের পার্লার এবং স্টেশনারি জিনিসপত্র সব পুড়ে ভস্মীভূত হয়ে যায় সোমবার ভোররাতে। তবে সঠিক কী কারণে আগুন লাগল তা জানতে তদন্ত করছে দমকল।