আসানসোলে গাড়ির ধাক্কায় মৃত্যু দোকানদারের, জাতীয় সড়ক অবরোধ
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৯জুনঃ
মর্মান্তিক এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চায়ের দোকানের মালিকের। মৃতের নাম রাজু শাহ। ঘটনাটি ঘটেছে আসানসোলের দক্ষিণ থানার অন্তর্গত৷ গোপালপুরে। ঘটনার পরেই উত্তেজিত জনতা ১৯ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে আসানসোল দক্ষিন থানার পুলিশ পৌঁছোলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান বিক্ষুব্ধরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে একটি চার চাকা গাড়ি স্থানীয় এক চা দোকানদারকে ধাক্কা মারে। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যাক্তিকে মৃত বলে জানান চিকিৎসকরা। এর পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা এলাকায় ট্রাফিক ব্যবস্থা জোরদার ও মৃতের পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের অভিযোগ ওই এলাকায় একটি ওভারব্রিজ তৈরী হচ্ছে যার কাজ খুব ধীর গতিতে চলছে। তাছাড়া ব্রিজের কাজের ক্ষেত্রে কোনো রকম সুরক্ষা ব্যবস্থা গ্রহন না করেই কাজ করছে, যার দরুন থেকে থেকেই দুর্ঘটনা ঘটছে। তাই তাদের দাবি ব্রিজের কাজও তাড়াতাড়ি শেষ করতে হবে। ঘটনাস্থলে আসানসোল দক্ষিন থানার পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।