উখরায় গড়ে উঠছে বহুজাতিক সংস্থার শপিংমল, অস্তিত্ব সংকটের আশংকায় ক্ষুদ্র ব্যবসায়ীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৬ডিসেম্বরঃ
আগামী দিনে উখরায় চালু হতে চলেছে বহুজাতিক সংস্থার বড় স্টোর ,শপিং মল। এই খবরে আতঙ্ক ছড়িয়েছে ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ীদের মধ্যে। শপিং মল খোলার বিরুদ্ধে একজোট হয়ে আন্দোলন করার ডাক দিয়েছেন ব্যবসায়ীদের সংগঠন উখরা চেম্বার অফ কমার্স।
প্রসঙ্গতঃ উখড়া একটা প্রাচীন ও বড় বাজার। আশপাশ এলাকায় ছড়িয়ে রয়েছে একাধিক গ্রাম ও কয়লা খনি। এই সমস্ত এলাকার খনি কর্মী ও স্থানীয় বাসিন্দরা উখড়া বাজারের উপরেই মূলতঃ নির্ভরশীল। কয়লাখনি জাতীয়করণের পরেই পুরনো এই বাজারটির শ্রী বৃদ্ধি ঘটে। ক্রেতার সংখ্যা বাড়ায় একসময়ের ছোট বাজারটি ধীরে ধীরে বড় বাজারে পরিণত হয়। বর্তমানে এখানে রয়েছে ছোট-বড় কয়েক হাজার দোকান। এলাকার অর্থনীতি এই বাজারের উপর অনেকটা নির্ভরশীল। তবে কয়লা খনিতে নয়া নীতির ফলে গত এক দশকে খনি শ্রমিকের সংখ্যা কমেছে অনেকাংশে , সেই সাথে দোকানের সংখ্যা বাড়ায় প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে দোকানদারদের। ব্যবসায়ীদের আক্ষেপ আগের মত মুনাফা নেই ব্যবসায়। তার ওপর শোনা যাচ্ছে এলাকায় চারটি বহুজাতিক সংস্থা বড় স্টোর ও শপিং মল খুলতে চলেছে। যার ফলে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীদের মধ্যে।
জানা গিয়েছে প্রস্তাবিত চারটি মল গড়ে উঠতে চলেছে উখড়া সংলগ্ন খাঁন্দরা পঞ্চায়েতের বিশ্বেশ্বরী ও ব্লক স্বাস্থ্য কেন্দ্রের বিপরীতে দুটি ও উখড়ার শংকরপুর ৪ নং ও মাদারগঞ্জ রোডে। স্বাস্থ্যকেন্দ্রের বিপরীতে প্রস্তাবিত শপিংমলটি তৈরির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, অন্য তিনটি শপিংমলের কাজ শীঘ্রই শুরু হবে বলে প্রশাসনিক সূত্রে খবর। শপিংমল গুলি চালু হলে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ীদের সংগঠন উখরা চেম্বার অফ কমার্স কর্তৃপক্ষেরন।
সংগঠনের পক্ষে সীতারাম বর্ণওয়াল জানান উখড়া গ্রাম পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েত এলাকাতে বহুজাতিক কোম্পানিগুলোকে ব্যবসা করার অনুমতি দেওয়া উচিত নয়। এটি ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী। তিনি জানান শপিংমলের অনুমতি বাতিলের দাবিতে আলোচনা হয়েছে ইতিমধ্যেই। অনুমতি বাতিল করার আর্জি নিয়ে প্রশাসনের সর্বস্তরে আবেদন জানানো হবে বলেও জানান তিনি।
ব্যবসায়ী কুন্তল দাস বলেন, বাজারে ক্রেতার সংখ্যা কমেছ্ বেড়েছে দোকান। ফলে ব্যবসায় মন্দা চলছে। বহুজাতিক সংস্থা গুলি বড় স্টোর, শপিংমল খুললে ছোট দোকানদাররা কোথায় যাবে ? চেম্বার অফ কমার্সের নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানান আবেদন-নিবেদন কাজ হলে ভালো, নয়তো মলের অনুমতি বাতিলের দাবিতে পথে নামবে ব্যবসায়ীরা। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি।