অন্ডালে তালা বন্ধ ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে চুরি
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১১জানুয়ারীঃ
ফাঁকা তালা বন্ধ ঘরে চুরির ঘটনায় এলাকায় ছড়ালো চাঞ্চল্য। সোমবার ঘটনাটি ঘটে অন্ডালের স্কুল পাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে অন্ডালের স্কুল পাড়া এলাকায় বসবাস করেন মনিকা ঠাকুর। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে তিনি একাই থাকেন। গত মাসে অর্থাৎ ২রা ডিসেম্বর বাড়িতে তালা বন্ধ করে তিনি মেয়ের বাড়ি যান। বর্তমানে তিনি সেখানেই রয়েছেন। আজ সোমবার সকালে পাড়া-প্রতিবেশীরা লক্ষ্য করেন মনিকাদেবীর বাড়ির সদর দরজার তালা ভাঙ্গা। সন্দেহ হওয়ায় বিষয়টি ফোন মারফত তারা মনিকাদেবীকে জানান। সাথে খবর দেওয়া হয় পুলিশকেওখবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। দেখা যায় বাড়ির সদর দরজা ও মূল গেটের তালা ভাঙ্গা হয়েছে। বাড়ির ভিতরে জিনিসপত্র লন্ডভন্ড হয়ে পরে রয়েছে। আলমারি খোলা। তবে মনিকা দেবী বাড়িতে না থাকায় ঠিক কি কি জিনিস চুরি গিয়েছে তা এখনও জানা যায়নি। চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। প্রতিবেশীদের আশঙ্কা বাড়িতে তালা বন্ধ করে বাইরে গেলে এরকম ঘটনা তাদেরও ঘটতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্ডাল থানার এক আধিকারিক জানান যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে সম্ভবত তারা স্থানীয়, অথবা ঘটনার পেছনে স্থানীয় যোগসুত্র থাকতে পারে। বাড়ির মালিক বাইরে গেছে এই খবর দুষ্কৃতীদের জানা ছিল। সব সম্ভবনা তদন্তে খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।