অন্ডাল বিমান নগরীতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, আক্রান্ত ব্যবসায়ী
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৪জানুয়ারীঃ
এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল সিন্ডিকেটের লোকজনের বিরুদ্ধে। রবিবার ঘটনাটি ঘটেছে অন্ডাল বিমান নগরীর ভিতর বিজনেস কমপ্লেক্স এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম কৌশিক মুখোপাধ্যায়।
ঘটনা সুত্রে জানা যায় ব্যবসায়ী কৌশিক মুখোপাধ্যায় কারখানা তৈরির জন্য বিমান নগরীর বিজনেস কমপ্লেক্স এলাকায় জমি নিয়েছেন। বর্তমানে ‘স্টিল ম্যাক্স কংক্রিট প্রাইভেট লিমিটেড’ নামে সংস্থাটির কারখানা নির্মাণের কাজ শুরু করেছেন তিনি। তাঁর অভিযোগ নির্মাণকাজ শুরু হওয়ার সময়ই সিন্ডিকেটের লোকজন এসে তাদের কাছ থেকে নির্মাণসামগ্রী নেওয়ার জন্য চাপ দেয়। প্রথমে তিনি তাদের কাছ থেকে নির্মাণসামগ্রী নিতে রাজি ছিলেন না।
কৌশিক বাবুর অভিযোগ সিন্ডিকেট যে নির্মাণ সামগ্রী সরবরাহ করে তা বাজারদরের থেকে ৩০ থেকে ৪০ শতাংশ বেশি দাম। তাছাড়া অর্ডার দিলে ওই তাঁরা সময়ে মাল সরবরাহ করে না। কিন্তু লাগাতার চাপের কারণে শেষ পর্যন্ত নির্মাণ সামগ্রীর কিছুটা অংশ সিন্ডিকেটের কাছ থেকে নিতে তিনি রাজি হন। কৌশিক বাবু জানান গতকাল তিনি বাইরে গিয়ে ছিলেন। সেই সময় নির্মাণ কাজ দেখাশুনা করার জন্য ঘটনাস্থলে ছিলেন তার বৃদ্ধ বাবা। সিন্ডিকেটের লোকজনেরা এসে বাবাকে হুমকি দেয় পুরো নির্মাণ সামগ্রী তাদের কাছে নিতে হবে, নইলে কাজ করা চলবে না। গতকালই তারা হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয়, সাথে লৌশিকবাবুর বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হেনস্থা করে সিন্ডিকেটের লোকজনেরা বলে অভিযোগ করেন কৌশিক বাবু। তিনি বলেন বিষয়টি গতকাল রাতেই অন্ডাল থানার পুলিশকে জানিয়ে ছিলেন। আজ রবিবার সকালে ঘটনাস্থলে যায় সেখানে তখন পুলিশের লোকজন ও উপস্থিত ছিলেন। বেলা সাড়ে বারোটা নাগাদ সিন্ডিকেটের লোকজনেরা এসে পুলিশের সামনেই কৌশিকবাবুকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং তাঁর সহকর্মী কুশল বন্দ্যোপাধ্যায়কে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ জানান তিনি। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ না হলে শিল্পের ক্ষতি হবে। এরকম আতঙ্কের পরিবেশ থাকলে এখানে কেউ শিল্প করতে আসবে না ভবিষ্যতে। অন্যদিকে আজকের ঘটনা প্রসঙ্গে সিন্ডিকেটের পক্ষ থেকে কারো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক।