এক নজরে দেখে নিন দুর্গাপুর থেকে বর্ধমান ও আসানসোলের প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচী

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২ডিসেম্বরঃ
করোনা সংক্রমন এড়াতে সারা দেশ জুড়ে বন্ধ ছিল রেল পরিষেবা। লকডাউন উঠে শুরু হয়েছে আনলক পর্ব। বিভিন্ন রাজ্যের পাশাপাশি এই রাজ্যেও চালু হয়েছে রেল পরিষেবা। তবে যাত্রীর তুলনায় ট্রেনের সংখ্যায় অনেক কম। হাওড়া বর্ধমান, কিংবা শিয়ালদহ শাখায় প্যাসেঞ্জার ট্রেন চলাচল শুরু হলেও আসানসোল ডিভিশনে রেল চলাচল বন্ধ ছিল। তা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি বিক্ষোভও দেখান, দাবি করেন অবিলম্বে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে যেন আসানসোল ডিভিশনে প্যাসেঞ্জার ট্রেনের পরিষেবা চালু করা হয়। অবশেষে দীর্ঘ আট মাস পরিষেবা বন্ধ থাকার পর আজ আসানসোল ডিভিশনে প্যাসেঞ্জার ট্রেনের চাকা ঘুরল।
তবে দুর্গাপুর থেকে বর্ধমান কিংবা দুর্গাপুর থেকে আসানসোল যাওয়া আসার জন্য সারাদিনে আপাততঃ মোট চারটি প্যাসেঞ্জার ট্রেন চলবে। ট্রেনগুলির সময় সারনী হল, দুর্গাপুর থেকে বর্ধমান সময় হল সকাল সাতটা (৭), নটা একচল্লিশ (৯.৪১), সন্ধ্যা সাতটা এগারো (১৯.১১) এবং রাত দশটা চার মিনিটে (২২.০৪)।
দুর্গাপুর থেকে আসানসোল যাওয়ার সময় সকাল সাতটা পনেরো (৭.১৫), দশটা চার (১০.০৪) বিকেল চারটে পাঁচ (১৬.০৫) এবং সন্ধ্যা ছটা পনেরো (১৮.১৫) ।
প্রথম দিনে যাত্রী সংখ্যা কম থাকলেও যাত্রীদের দাবি আরও বেশি সংখ্যায় ট্রেন চালালে সুবিধা। নিত্যযাত্রীদের বক্তব্য, বাসে যাতায়াত করে ভাড়া বেশি লাগছে তাছাড়া সুরক্ষা কম। যাত্রীরা নিয়ম মেনে মাক্স পড়ে এবং শারীরিক দুরত্ব বজায় রেখে যাতায়াত করলে কোরোনা সংক্রমণ থেকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে। স্টেশনে নজর রাখা হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রেখে যাতায়াত করা এবং মাক্স ছাড়া কোনো যাত্রী থাকলে তাকে মাক্স পড়িয়ে দেওয়া।