দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন ও পুলিশ

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫সেপ্টেম্বরঃ
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের ৪৩নং ওয়ার্ডের অন্তর্গত ঋষি অরবিন্দপল্লী এলাকায়। মঙ্গলবার আনুমানিক রাত আটটা নাগাদ ওই এলাকার একটি দোতলা বাড়িতে আগুন জ্বলতে দেখতে পান এলাকারই একটি ক্লাবের সদস্যরা। তাঁরা ছুটে আসেন বাড়ির সামনে। তাদের থেকে প্রতিবেশীরা জানতে পারেন আগুন লাগার খবর। এরপরেই স্থানীয় বাসিন্দা সহ ক্লাবের সদস্যরা আগুন নেভাতে তৎপর হন। আগুনের তীব্রতা এতটাই ছিল যে তাদের চেষ্টাতে কিছুতেই আগুন নেভানো সম্ভব হচ্ছিল না। খবর দেওয়া হয় কোকওভেন থানায়, সাথে খবর দেওয়া হয় দমকল বিভাগেও। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। খবর পেয়ে আসেন ওই ওয়ার্ডেরই পুরপিতা তথা চার নং বোরো কমিটির চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়। এরপর প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ওই এলাকাটিতে ঘনবসতি থাকার দরুন দমকলের ইঞ্জিন ঢুকতে বেশ অসুবিধা হয়। এলাকাবাসীরা জানান ঘনবসতি হওয়ার কারনে এই অগ্নিকান্ডের থেকে বড় বিপদ ঘটে যেতে পারত।
জানা গেছে, ঘটনার সময় বাড়ির মালিক সৃজন মন্ডল বাড়িতে ছিলেন না। সৃজনবাবুর স্ত্রী তাঁকে ফোন করে আগুন লাগার বিষয়টি জানান।
দমকল বিভাগ ও পুলিশ সুত্রে জানা গেছে, ওই দোতলা বাড়িটির নিচের তলায় মন্ডপ সাজানোর থার্মোকল ও ডেকরেটরের ফাইবার জমা করা ছিল। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লাগে আর সেই আগুন ওই সমস্ত জিনিসপত্রে লেগে ছড়িয়ে পড়ে। তবে অসমর্থিত সুত্রের খবর, ধূপের থেকে এই আগুন লাগে। আগুন লাগার ফলে আর্থিক ক্ষয়ক্ষতি কত হয়েছে তা এখনই জানা যায়নি।