দুর্গাপুরে খেলার মাঠ দখল করে পার্টি অফিস বানানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩ডিসেম্বরঃ
খেলার মাঠ দখল করে দলীয় দপ্তর করার উদ্যোগ নেওয়ার অভিযোগ উঠল বিজেপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে, আর তা নিয়ে চরম উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ১৫নং ওয়ার্ডের অন্তর্গত ধুনরা প্লট এলাকায়। অপরদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে পুলিশের বিরুদ্ধে বিষয়টিতে বাধা দেওয়ার অভিযোগ আনছেন বিজেপি কর্মীরা।
ওই এলাকায় প্রগতি অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক অভিযোগ, এই খেলার মাঠে অনেক টুর্ণামেন্ট হয়, যাতে অংশ নিতে বাইরের থেকেও ছেলে মেয়েরা আসে। সেখানে বিজেপির পার্টি অফিস বানানোর জন্য সকাল থেকে বিজেপির কয়েকজন এসে এই মাঠ দখল নেওয়ার চেষ্টা করছিল, আর আমরা তাতে বাধা দিই। আমাদের কথা হল এই মাঠ আমাদের ক্লাবের, আর এই মাঠ দখল করে কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস হবে না।
বিজেপির এহেন পদক্ষেপ বন্ধ করার জন্য ওই ক্লাবের সদস্যরা থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুর থানার পুলিশ।
বিজেপি কর্মী প্রবীর গরড়াইয়ের বলেন, আমরা এই খেলার মাঠে নয়, মাঠের ধারে পার্টি অফিস বানাতে চাইছি আর তাতে মূল বাধা হয়ে দাঁড়াচ্ছে পুলিশ প্রশাসন আর প্রগতি ক্লাবের পাঁচ থেকে ছয় জন সদস্য।
প্রশাসন সুত্রে জানা গিয়েছে বিষয়টি মীমাংসার জন্য দুপক্ষকে থানায় ডাকা হয়েছে।