দুর্গাপুরে বন্ধ ঘর থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার, মায়ের অবস্থা সংকটজনক

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩০জানুয়ারীঃ
দুই বোনের এক সাথে রহস্য মৃত্যু আর সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের ২১নং ওয়ার্ডের ভিড়িঙ্গীর চাষীপাড়ার কয়লা ডিপো এলাকায়। পাশাপাশি ওই দুই বোনের মাকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে , ওই এলাকার বাসিন্দা সুমিত্রা বাউড়ি ও তাঁর দুই মেয়ে পুজা বাউরি(২০) ও শ্রাবনী বাউড়ি(১৫) গতকাল অর্থাৎ শুক্রবার রাতে খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। বমি হতে থাকে। আজ অর্থাৎ শনিবার সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। দুর্গাপুর থানার পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে মা ও দুই বোনকে উদ্ধার করে।
দুই বোনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের পাঠিয়েছে। পুলিশ ও হাসপাতালের তরফে প্রাথমিক অনুমান খাবারে বিষক্রিয়ার জন্য দুই বোনের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে তবেই মৃত্যুর আসল কারন বোঝা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।