পান্ডবেশ্বরে বিধায়ক ঘনিষ্ট উপপ্রধানের বাড়িতে বোমাবাজি

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৫জানুয়ারীঃ
বিধায়ক ঘনিষ্ঠ পঞ্চায়েত উপ-প্রধানের বাড়িতে বোমাবাজির ঘটনায় এলাকায় ছড়াল উত্তেজনা। সোমবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে পান্ডেবেশ্বরের বাজার পাড়া এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীররাতে পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব ঘোষের বাড়িতে বোমাবাজির ঘটনাটি ঘটে। বাসুদেব বাবু জানান রাতে খাওয়া দাওয়ার পর সপরিবারে বাড়িতে বসে টি ভি দেখছিলেন। সেই সময় বাইরে বিকট শব্দ শুনতে পান। বাইরে বেরিয়ে দেখতে পান ধোঁয়ায় ছেয়ে গেছে গোটা উঠোন। সেই আওয়াজ শুনে পাড়া-প্রতিবেশীরাও দৌড়ে আসেন। দেখা যায় উঠোনে তখনও পড়ে রয়েছে বোমার সুতলি। সে সময় পরিবারের কেউ উঠোনে থাকলে বড় বিপদ ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন বাসুদেব বাবু। কে বা কারা কেন এই ঘটনা ঘটালো সেই বিষয়ে জিজ্ঞেস করায় বাসুদেব বাবু বলেন বিষয়টি পরিষ্কার নয়। পুলিশি তদন্তে বিষয়টি পরিষ্কার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য বাসুদেব বাবু এক সময় এলাকায় সিপিএমের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। ২০১৭ সালে তৃণমূলের স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির হাত ধরে তিনি তৃণমূলে যোগ দেন। ২০১৮ সালে বৈদ্যনাথপুর পঞ্চায়েতের উপপ্রধান এর দায়িত্ব পান তিনি। এলাকায় তিনি বিধায়কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সেই কারণে এই বোমাবাজির ঘটনায় দলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্বও উড়িয়ে দিচ্ছেন না এলাকার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেনি।