দুর্গাপুরে আসছেন মুখ্যমন্ত্রী, উদ্বোধন করবেন সার্কিট হাউসের

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ডিসেম্বরঃ
জেলা সফরে বেরিয়ে আজ পশ্চিম মেদিনীপুরে পৌঁছোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামীকাল সেখানে তার সভা রয়েছে। এরপর এই সফরে আগামী মঙ্গলবার তিনি আসছেন পশ্চিম বর্ধমান জেলায়। রানীগঞ্জে সভা করার পর দুর্গাপুরে নব নির্মিত সার্কিট হাউসের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বলে প্রশাসন সুত্রে জানা গিয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে শিল্পনাচলে এখন সাজো সাজো রব। সম্পূর্ণ নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে সিটিসেন্টারের এই নব নির্মিত সার্কিট হাউসটিকে। প্রশাসন সুত্রে এও জানা গিয়েছে কর্মসূচী অনুযায়ী সেদিন ভগৎ সিং ক্রীড়াঙ্গনে হেলিকপ্টারে করে এসে নামবেন মুখ্যমন্ত্রী। এরপর সেখান থেকে যাবেন সার্কিট হাউসে। ফলে সিসিটিভি বসিয়ে চলছে জোর নজরদারি। রবিবার সকালে ভগৎ সিং ক্রীড়াঙ্গণের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে মখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ দল।
প্রসঙ্গতঃ ২০১৭ সাল থেকে এই সার্কিট হাউস নির্মানের কাজ শুরু হয়েছিল। েই সার্কিট হাউসটি নির্মানে খরচ হয়েছে প্রায় সাড়ে সাত কোটি। এতদিন দুর্গাপুরে মুখ্যমন্ত্রী রাত্রিযাপন করতেন হয় দুর্গাপুর ইস্পাত কারখানার গেস্ট হাউসে কিংবা কিংবা সিটিসেন্টারের একটি বেসরকারী পান্থশালায়। কিন্তু এবার থেকে সিটিসেন্টারে রাজ্য সরকারের এই নিজস্ব সার্কিট হাউসে থাকবেন মুখ্যমন্ত্রী। সেদিন ওই সার্কিট হাউসে থেকেই মূলতঃ ভবনটির উদ্বোধন করবেন তিনি।