সিবিআই হানার পর নড়ে বসল ইসিএলের ভিজিল্যান্স টিম, নামলো অভিযানে

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা, পান্ডবেশ্বর), ১ডিসেম্বরঃ
খনি এলাকায় বৈধ খনির পাশাপাশি অবৈধ কয়লাখনি ও কয়লা পাচারের রমরমা দীর্ঘদিনের। এবার তাতে লাগাম টানতে তৎপর হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কে বা কারা এই অবৈধ কয়লা পাচার দলের সঙ্গে যুক্ত , কিভাবে চলে পাচারের কাজ তা জেনে উপযুক্ত ব্যবস্থা নিতে তৎপর হয়েছে তারা। সিবিআই সূত্রের খবর ইসিএলের ৫ আধিকারিক এর বিরুদ্ধে এই তদন্তকারী সংস্থার দুর্নীতি দমন শাখায় ( anti-corruption Bureau) অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরে অভিযানে নেমেছে তারা। আধিকারিকদের বিরুদ্ধে কয়লা পাচারে মাফিয়াদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য গত শুক্রবার সিবিআই – এর জিজ্ঞাসাবাদের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কুনুস্তরিয়া এরিয়ার সিকিউরিটি ইনচার্জ ধনঞ্জয় রায়ের। সিবিআই এর তদন্তে ইসিএলের একাধিক আধিকারিক এর নাম জড়ানোয় এবার নড়েচড়ে বসল ইসিএলের তদন্তকারী দল ভিজিলান্সও। তারাও সমান্তরালভাবে তদন্ত চালাচ্ছে বলে সূত্রের খবর।
আজ মঙ্গলবার ভিজিলান্সের একটি দল পাণ্ডবেশ্বর এরিয়া দপ্তরে তদন্তে যায়। অভিযোগ সেই সময় দপ্তরে অনুপস্থিত ছিলেন এরিয়ার জেনারেল ম্যানেজার অমিত কুমার ধর। তদন্তের সময় অমিতবাবু দপ্তরে উপস্থিত না থাকায় তালা দিয়ে তার চেম্বারটি অফিসাররা সিল করে দেন বলে খবর। পরে ভিজিলান্স এর ওই দলটি পাণ্ডবেশ্বর থানার অধীনস্থ জামুরিয়া ব্লক এর শ্যামলা এলাকায় যায়। শ্যামলা এলাকায় দীর্ঘদিন ধরে অসংখ্য অবৈধ কয়লা খাদান রয়েছে বলে অভিযোগ। দিন কয়েক আগে এরকমই প্রায় ৫০টিরও বেশি অবৈধ খাদান মাটি দিয়ে ভরাট করা হয়েছে সংস্থার উদ্যোগে। এদিন ভিজিলেন্স আধিকারিকরা সেই সব খাদান গুলি পরিদর্শন করেন। পাশাপাশি এলাকায় আরও কোনো অবৈধ খাদান রয়েছে কিনা সে ব্যাপারে খোঁজখবর নেয় তারা। পাণ্ডবেশ্বরের পাশাপাশি আজ ইসিএলের ঝাঁঝরা এরিয়ার ৩/৪ কোলিয়ারিতেও অভিযান চলে। কোলিয়ারি এক নিরাপত্তা আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তবে সেখানে ভিজিলান্স না সিবিআই অভিযানে এসেছিল সেই বিষয়টি পরিষ্কার নয়। এদিনের ভিজিলান্স অভিযানের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আধিকারিক ও খনি শ্রমিকদের মধ্যে ।