“বঙ্গ শ্রেষ্ঠ সম্মান” পুরষ্কার পেলেন দুর্গাপুরের মর্ডান হাই স্কুলের প্রধান শিক্ষক
আমার কথা, দুর্গাপুর, ৩০ সেপ্টেম্বর:
২৯ সেপ্টেম্বর, রবিবার অনুষ্ঠিত হল ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স ইভেন্ট ম্যানেজমেন্ট এর পরিচালনায় বঙ্গ শ্রেষ্ঠ সম্মান ২০২৪, দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এ বছরও প্রতিষ্ঠানের তরফে দশ জন বিশিষ্ঠ বাঙালি সন্তানকে “বঙ্গ শ্রেষ্ঠ সম্মান ও গেস্ট অফ অনার” সম্মানে সম্মানিত করা হয় যার মধ্যে ছিলেন দুর্গাপুরের এম.এ.এম.সি মর্ডাণ হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য৷ প্রতিষ্ঠানের কর্ণধার নঈম আলম সাংবাদিকদের জানান এদিনের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের এই গুণী জনদের সম্মান জানাতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। যারা এদিনের এই অনুষ্ঠানকে আলোকিত করলেন, তারা হলেন বিশিষ্ঠ আন্তর্জাতিক ভাষাবিদ ,শিক্ষাবিদ প্রাক্তন উপাচার্য ও অধ্যাপক মাননীয় ডক্টর পবিত্র সরকার, প্রাক্তন ডি আই জি বোর্ডের সিকিউরিটি ফোর্স সমীর কুমার মিত্র, মিউজিক কম্পোজার পণ্ডিত মল্লার ঘোষ, যুগশঙ্খ সংবাদপত্রের সম্পাদক চিন্ময় কুমার দাস, বিশিষ্ঠ সমাজসেবী সুব্রত দত্ত, বিখ্যাত সঙ্গীত শিল্পী মিস জোজো, দি স্টেটসম্যান এর সাংবাদিক নিশীথ সিংহ রায়, ফিল্ম মেকার , স্ক্রীপ্ট রাইটার, প্রোডিউসার সঞ্জয় গুহ, বিখ্যাত মাউন্টেনিয়ার অরিজিৎ দে ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইংরাজি সাহিত্যের কবি ও শিক্ষক ড. স্বপন কুমার নাথ। অনুষ্ঠানে উপস্থিত গুণীজন এই মুহূর্তে পারিপার্শ্বিক যে পরিস্থিতি চলছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। উপাচার্য পবিত্র সরকার তার ভাষণে এই অনুষ্ঠানের সাফল্য কামনা করে সকল কে শুভেচ্ছা জানান। প্রাক্তন ডি আই জি সমীর কুমার মিত্র ও যুগশঙ্খ এর সম্পাদক চিন্ময় কুমার দাস সহ প্রমুখ উপস্থিত গুণীজন তাদের মূল্যবান বক্তব্য উপহার দিয়েছেন। অনুষ্ঠানের সূচনায় বিশিষ্ট বাচিক শিল্পী সংগ্রামিকা মজুমদার সম্পূর্ণ অন্য ধরনের পরিবেশনা করেন “অন্য দুর্গা”।মাস্টার কার্নিশ মজুমদার অসাধারণ সিনথাসাইজার বাজান। অনুষ্ঠানের শেষে ডিরেক্টর দীপা দাসের পরিচালনায় অসাধারণ নৃত্য পরিবেশনা করেন নৃত্যমায়া,কোরিওগ্রাফি তে ছিলেন নিবেদিতা।সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা সি ই ও নঈম আলম , ম্যানেজিং ডিরেক্টর শেখ নুরুদ্দিন ও কোঅর্ডিনেটিং ডিরেক্টর ড. দীপা দাস অনুষ্ঠানের সকল পুরস্কার প্রাপকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রসঙ্গত উল্লেখ্য সমাজের আরো বিশিষ্ঠ মানুষদের এই বঙ্গ শ্রেষ্ঠ সম্মানে সম্মানিত করা হয়