দুর্গাপুর পুলিশের মানবিক মুখ, মানসিক ভারসাম্যহীন মেয়েকে ফিরে পেলেন পরিবার
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৫জানুয়ারীঃ
পুলিশের মানবিকতা সাথে তৎপরতায় এক মানসিক ভারসাম্যহীন মেয়েকে ফিরে পেলেন তার পরিবার। হারিয়ে যাওয়া নিজের মেয়েকে ফিরে পেয়ে খুশি দুর্গাপুরের পলাশডিহার আদিবাসী পাড়ার খান্ডু টুডু ও রানী টুডু।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, নিউটাউনশিপ থানার একটি টহলরত গাড়ি ওই থানা এলাকাগুলিতে টহল দিচ্ছিল। সন্ধ্যে ৭টা নাগাদ শিবমন্দির এলাকার কয়েকজন বাসিন্দা ওই গাড়িতে কর্তব্যরত পুলিশকে জানান যে, মানসিক ভারসাম্যহীন একটি বিবাহিত মেয়েকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এরপর পুলিশ ওই মেয়েটিকে প্রথমে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর ওই মেয়েটির একটি ছবি বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয় যাতে মেয়েটির পরিবারের কাছে খবরটি পৌঁছোয়। এরপর পলাশডিহার আদিবাসী পাড়ার বাসিন্দা বামনি মুর্মু(২৫) নামে ওই মেয়েটির পরিবারের নজরে আসে ছবিটি। এরপর তাঁরা নিউটাউনশিপ থানায় যোগাযোগ করেন। যান থানাতেও। এরপর পুলিশ জিজ্ঞাসাবাদ করে যখন বুঝতে পারে যে রানী টুডু ও খান্ডু টুডুর মেয়ে এই বামনি মুর্মু। তখন তাদের হাতে বামনিকে তুলে দেওয়া হয়।
বামনিকে ফিরে পেয়ে খুশী ওই আদিবাসী পরিবারটি নিউটাউনশিপ থানার পুলিশকে ধন্যবাদ জানাতেও ভোলেন না। বলেন নিউটাউনশিপ থানার পুলিশের কারনেই আজ তাঁরা তাদের হারিয়ে যাওয়া এই মানসিক ভারসাম্যহীন মেয়েকে ফিরে পেয়েছেন। হয়ত কোনো বিপদও হয়ে যেতে পারতো। কিন্তু পুলিশের তৎপরতায় আজ তাঁরা তাদের মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেয়েছেন।