হুচুকডাঙ্গায় সৌরচালিত জলপ্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২০নভেম্বরঃ
গোবিন্দপুর এর হুচুকডাঙ্গায় উদ্বোধন হলো সৌরচালিত জল প্রকল্পের । ১৩ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হওয়া এই প্রকল্পটি থেকে চল্লিশটি পরিবার উপকৃত হবে বলে জানা গিয়েছে। এদিন প্রকল্পটির উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।
পাণ্ডবেশ্বরের গোবিন্দপুর হুচুকডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে পানীয় জলের সমস্যা । এতদিন পানীয় জল হিসাবে স্থানীয়রা ব্যবহার করতেন কুয়োর জল। শনিবার সেখানেই সৌরচালিত একটি জল প্রকল্পের উদ্বোধন হলো । উদ্বোধন করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী । উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরী ও জনসাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা।
জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের এক আধিকারিক জানান প্রকল্পটি করতে খরচ হয়েছে ১৩ লক্ষ টাকা। বোরহোল পদ্ধতিতে ভূগর্ভস্থ জল শোধন করে তা পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হবে বাড়ি বাড়ি। আপাতত হুজুকডাঙ্গা এলাকার চল্লিশটি পরিবারের বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে।
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান গত বিধানসভা ভোট প্রচারের সময় এলাকার বাসিন্দারা পানীয় জলের সমস্যার কথা জানিয়ে ছিলেন। তাই বিধায়ক হিসেবে আমি এই ব্যাপারে উদ্যোগী হয়ে ছিলাম। জনসাস্থ্য কারিগরি দপ্তর এর উদ্যোগে ও স্থানীয় পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে প্রকল্পটি আজ বাস্তবায়িত হলো । পানীয় জলের সমস্যা মেটাই খুশি স্থানীয়রাও।