লাউদোহায় বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি দিয়ে বিজয়া করলেন বিধায়ক

আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৯অক্টোবরঃ
দুর্গাপূজো শেষ এখন চলছে বিজয়ার পালা। প্রতিমা নিরঞ্জনের পর বড়দের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়া, ছোটদের বিজয়ার শুভেচ্ছা জানানো রেওয়াজ রয়েছে বাঙালি সংস্কৃতিতে। এবার সেই সংস্কৃতিকেই জনসংযোগের কাজে লাগাতে নেমে পড়লেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি সহ তৃণমূল কর্মী সমর্থকরা। আজ বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্রের লাউদোহা ব্লকের ইচ্ছাপুর গ্রামে আসেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ার। স্থানীয় গঁড়ায় পাড়ায় একটি লক্ষ্মী মন্দির এর উদ্বোধন করেন তিন। তারপর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করার জন্য নাড়ু ও মিষ্টির প্যাকেট তুলে দেন তিনি তাদের হাতে। বিধায়ক নিজে বাড়িতে এসে শুভেচ্ছা জানানোয় ও মিষ্টির প্যাকেট পেয়ে স্বভাবতই খুশি গ্রামের বাসিন্দারা।
জিতেন্দ্র বাবু বলেন বিজয়ার পর শুভেচ্ছা জানানো বাংলার সংস্কৃতি। আমরা সেই সংস্কৃতি ও পরম্পরা মেনে চলি। তাই দলের পক্ষ থেকে এলাকার প্রতিটি বাড়িতে তৃণমূল কর্মীরা পৌঁছে তাদের বিজয়ার শুভেচ্ছা ও তাদের হাতে মিষ্টি তুলে দেবেন।
বিধায়কের এই কর্মসূচির পেছনে ভোটের রাজনীতি রয়েছে বলে বিরোধীদের অভিযোগ। গত পাঁচ বছরে তৃণমূলের রাজত্বে সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে তাই ভোটের আগে সেই ক্ষোভ প্রশমনে করতেই বিধায়ক শুভেচ্ছা জানানোর নামে রাজনৈতিক কর্মসূচী করছেন বলে অভিযোগ তাদের। যদিও বিরোধীদের এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা। তাদের দাবি সময়ে-অসময়ে সবসময় বিধায়ক এলাকার মানুষের পাশে দাঁড়ান, তাই এটা নতুন কোন ব্যাপার নয়।