ভাইফোঁটা নিতে বেরিয়ে আজও বাড়ি ফিরলেন না দুর্গাপুরের বৃদ্ধ

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২নভেম্বরঃ
ভাইফোঁটা নিতে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বৃদ্ধ। গত মঙ্গলবার কাঁকসা থানার অন্তর্গত ডাকবাংলো এলাকা থেকে নিখোঁজ হয়ে যান অশোক চট্টোপাধায়(৫৫) নামে ওই ব্যাক্তি। বিভিন্ন থানায় নিখোঁজের ডায়েরী করা হলেও এখনও পর্যন্ত্য তার খোঁজ না মেলায় চিন্তিত পরিবার।
অশোকবাবুর ছেলে সুমন্ত চট্টোপাধ্যায় জানান দুর্গাপুরের গোপালমাঠের বনগ্রাম এলাকার বাসিন্দা অশোকবাবু সোমবার কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরে অশোকবাবুর বোনের বাড়ির উদ্দেশ্যে বের হন ভাইফোঁটা নিতে। নিজের স্কুটি নিয়ে তিনি যাচ্ছিলেন কিন্তু কাঁকসার ডাকবাংলো এলাকায় তার স্কুটিটি খারাপ হয়ে যায়। সেখানে একটি গাড়ি সারাইয়ের গ্যারাজে স্কুটিটি রেখে দিয়ে ভাইফোঁটা না নিয়েই বাড়ি ফিরে যান। এরপর ফের পরেরদিন তিনি প্রথমে কাঁকসায় ওই গ্যারাজে গিয়ে স্কুটিটি সারাই করান, তারপর বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বোনার বাড়ি তিনি পৌঁছোননি বলে জানান অশোকবাবুর ছেলে। এদিকে বাড়িও ফেরেননি তিনি। প্রথম দিন তাঁরা সম্ভাব্য জায়গায় খোঁজখবর নিতে শুরু করে। কিন্তু অশোকবাবুর কোনো হদিশ না পেয়ে এরপর দুর্গাপুর থানা, বুদবুদ, কাঁকসা সহ বাঁকুড়ার বড়জোড়া থানাতেও মিসিং ডায়েরী করেন। অশোকবাবুর ছেলে জানান তাঁর বাবার কাছে টাকাও খুব সামান্য ছিল, আর তাঁর একটি চোখ খারাপ। দিন তিনেক হয়ে গেলেও এখনও পর্যন্ত্য অশোকবাবুর কোনো সন্ধান পাওয়া যায়নি। স্বভাবতই একটু একটু সময় পেরোচ্ছে আর অশোকবাবুর পরিবারের বাড়ছে উৎকন্ঠা।