কাঁকসায় প্রধানমন্ত্রীর ফ্লেক্স পোড়ালো দুষ্কৃতিরা, অভিযোগ তৃণমূলের দিকে
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ৩১ডিসেম্বরঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফ্লেক্সে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতিরা, আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো কাঁকসা ব্লকের হাটতলা এলাকায়। অভিযোগের আঙ্গুল উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের দিকে।
বিজেপি নেতা রমন শর্মা বলেন, তৃণমূল বুঝতে পেরেছে বিধানসভা নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত জেনে এই ধরনের কাজ করছে।
অপরদিকে, তৃণমূলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা দেবদাস বক্সি বলেন, এই ঘটনার বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। নিজেরাই ঘটনা ঘটিয়েছে আর তার দায় চাপাচ্ছে তৃণমূলের উপর।
এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ।