দুর্গাপুরে বিজেপির যোগদান মেলায় যাওয়ায় কাঁকসায় দুই বিজেপি কর্মীকে কাজে যেতে বাধা তৃণমূলের, অভিযোগ অস্বীকার
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ২২ডিসেম্বরঃ
দুর্গাপুরে বিজেপির যোগদান মেলায় অংশ নেওয়ার জন্য কাজের থেকে বের করে দেওয়া হয়েছে দুজন বিজেপি সমর্থককে আর এই অভিযোগ উঠছে কাঁকসা এলাকার কয়েকজন তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।
বিজেপি নেতা রমন শর্মার অভিযোগ, কাঁকসার জাটগড়িয়ায় একটি গ্যাস উত্তোলক সংস্থার নিরাপত্তা কর্মী নিত্যানন্দ ভান্ডারী ও লালু ভান্ডারী এলাকায় বিজেপি কর্মী সমর্থক বলে পরিচিত। আজ মঙ্গলবার সকালে লালু ভান্ডারী কাজে যোগ দেওয়ার কিছু সময় পরে তাঁকে স্থানীয় তৃনমূল নেতা রফিক তার দলবল নিয়ে কর্মস্থলে গিয়ে লালুকে কাজ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় বলে অভিযোগ। সেই হুমকির জেরে কাজ বন্ধ করে বাড়ি চলে যেতে বাধ্য হন লালু ভান্ডারী বলে জানান তিনি। অপরদিকে নিত্যানন্দ ভান্ডারীকে ফোনে হুমকি দেওয়া হয় যাতে তিনি কাজে না যান বলেও অভিযোগ। ওই দুই বিজেপি কর্মী সমর্থক কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অপরদিকে, কাঁকসার তৃণমূল নেতা দেবদাস বক্সি জানান, বিজেপি মিথ্যে কথা বলছে। তৃনমূলের এরকম কোনো সংস্কৃতি নেই। তাঁরা তৃণমূল দলটাকে বদনাম করার জন্য এসব নাটক করছে।