খনি অঞ্চলে তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের জন্মদিন পালন
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল ও পাণ্ডবেশ্বর), ৫জানুয়ারীঃ
৫জানুয়ারী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। রাজ্যের সর্বত্র দল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই দিনটি সাড়ম্বরে পালিত হল। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুর বিধায়ক কার্যালয়ে তৃণমূল নেত্রীর জন্মদিন দলের পক্ষ থেকে পালন করা হয় ধুমধাম করে। উপস্থিত ছিলেন সস্ত্রীক তৃণমূল বিধায়ক জিতেন্দ্রনাথ তিওয়ারি, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি, কর্মাধ্যক্ষ মনির মন্ডল সহ অন্যরা। জিতেনবাবু বিধায়ক কার্যালযয়ে কেক কেটে দলনেত্রীর জন্মদিনের অনুষ্ঠানের সূচনা করেন। উপস্থিত সকলকে কেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার দু হাজার দুঃস্থ ব্যক্তির মধ্যে বিতরন করা হয় শীতবস্ত্র। পাণ্ডবেশ্বরের কুমারডিহি পার্কে কেক কেটে দলনেত্রীর জন্মদিন পালন করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। অন্ডাল বাজারে তৃণমূল দলীয় কার্যালয়েও অনুষ্ঠানের মাধ্যমে দলীয় নেত্রীর জন্মদিন পালন করা হয়। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কালোবরন মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিনতি হাজরা, কাঞ্চন মিত্র সহ অন্যরা।