“বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের কোনো অস্তিত্বই থাকবে না”, অন্ডালে বিস্ফোরক অর্জুন সিং

আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৬জানুয়ারীঃ
তৃণমূলের শেষের দিন শুরু হয়ে গেছে। রোজ অনেকে দল ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আগামী বিধানসভা ভোটের পর পশ্চিমবাংলায় তৃণমূল দলের কোনো অস্তিত্বই থাকবে না। বুধবার অন্ডালে বিজেপির একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
এদিন অন্ডাল সাউথ বাজারের মেলা ময়দানে ”আর নয় অন্যায়”- কর্মসূচি ছিল বিজেপির। উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং , বিজেপির পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই, অন্ডাল ব্লক মন্ডল সভাপতি জয়ন্ত মিত্র সহ বিজেপির অন্যান্য নেতা-কর্মী-সমর্থকরা। বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল দলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন অর্জুন সিং। বলেন এলাকায় কয়লা, বালির অবৈধ কারবারের সাথে ভাইপোর যোগ রয়েছে। কাটমানি ভাইপোর কাছে পৌঁছায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্রয়ে এইসব অবৈধ কাজ চলছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়েও ভাইপো গরুর পাচার কারবারের সাথে যুক্ত। অর্জুনবাবু বলেন মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন তার ভাইপোকে মুখ্যমন্ত্রী করার। তার এই স্বপ্ন কোনদিন পূরণ হবে না। কারণ পিসি আর ভাইপোর অত্যাচারে দল ছাড়ছেন একে একে অনেকেই। আগামী বিধানসভা ভোটের পর তৃণমূল দলটারই কোন অস্তিত্ব থাকবে না বলেও অর্জুনবাবু মন্তব্য করেন।