পান্ডবেশ্বরে গ্রেফতার দুই যুবক, উদ্ধার পাইপগান
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৮ জুলাইঃ
শুক্রবার ভোরে কেন্দা ছাতাডাঙ্গা এলাকা থেকে পুলিশের হাতে ধরা পরল দুই যুবক। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ। ধৃতদের নাম সন্দীপ ভূঁইয়া (১৯) ও ধীরাজ রামানি (১৯)।
সূত্র মারফত জানা যায় শুক্রবার ভোরে পাণ্ডবেশ্বর থানার কেন্দা এলাকার ছাতাডাঙ্গায় অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করে সন্দীপ ভূঁইয়া ও ধীরাজ রামানি নামে দুই যুবককে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে পুলিশ। দু’জনকে আজ আদালতে পেশ করে রিমান্ডে চাওয়া হবে বলে পাণ্ডবেশ্বর থানা পুলিশ সূত্রে খবর।