লাউদোহা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে শুরু হল ভ্যাকসিনের ‘ড্রাই রান’
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ৮জানুয়ারীঃ
রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভ্যাকসিনের ‘ড্রাই রান’। এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় আজ তিনিতি জায়গায় হল ভ্যাকসিনের এই ‘ড্রাই রান’, যার মধ্যে একটি কেন্দ্র হল লাউদোহা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। শুক্রুবার ২৫ জন স্বাস্থ্যকর্মী কে সরকারি গাইডলাইন মেনে মহড়া ভ্যাকসিনের দেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো , চিকিৎসক সহ স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ ও ভ্যাকসিনের মহড়া দেখতে উপস্থিত ছিলেন ডেপুটি সিওএমেইচ-৩ ডাঃ কেকা মুখার্জি।
কেকা দেবী জানান আজ থেকে পশ্চিম বর্ধমান জেলায় করোনা ভ্যাকসিনের মহড়া শুরু হলো। আসানসোলের জেলা হাসপাতাল, লাউদোহা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও অন্য একটি স্বাস্থ্য কেন্দ্রে আজ এই প্রশিক্ষণ কর্মসূচির সূচনা করা হয়েছে। খুব শীঘ্রই করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হতে চলেছে সারা দেশে। সম্পূর্ণ নতুন এই ভ্যাকসিনটি কিভাবে সংরক্ষণ করে রাখতে হয়, কিভাবে তা মানব শরীরে প্রয়োগ করতে হবে, তার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। আগামী কয়েকদিনে জেলার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে এই প্রশিক্ষণ শিবির করা হবে।
কেকা দেবী আরো বলেন এই মক ড্রিলের উদ্দেশ্য হলো যেদিন থেকে আসল করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে তখন যাতে কোনো রকম অসুবিধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে না হয়। সরকারি গাইডলাইন মেনে ভ্যাকসিন দেওয়ার কাজে আমরা প্রস্তুত আছি বলেও তিনি দাবি করেন।