প্রচন্ড দাবদাহের মধ্যে লছিপুরে দেড় কিলোমিটার ডন্ডি দিয়ে পুজো
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসান্সোল), ২৪ এপ্রিলঃ
বৈশাখ মাসের তীব্র রৌদ্র কে উপেক্ষা করে প্রায় দেড় কিলোমিটার সড়ক পথে ডন্ডি দিয়ে মা শীতলার পুজো দিচ্ছেন ভক্তর। দৃশ্যটি পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত লছিপুর নিষিদ্ধ পল্লি এলাকার। মন্দিরের এক ভক্ত দিলীপ কুমার মিশ্রা জানান যে, প্রত্যেক বছরের মতোএই বছরও লছিপুর এলাকার শতাধিক ভক্তরা মা শীতলা মন্দিরে কলস স্থাপন করে সংলগ্ন এক পুকুর থেকে স্নান করে প্রায় দেড় কিলোমিটার ডন্ডি দিয়ে মায়ের পুজো করেন এবং ভক্তদের মনকামনা পূর্ণ হয়। এতে স্থানীয়দের এবং পুলিশ প্রশাসনের সহযোগীতায় এই পুজো সম্পন্ন হয়ে থাকে। প্রায় ৫০ বছর থেকে এই পুজো হয়ে আসছে বলে জানান তিনি।