স্ত্রী ও শাশুড়ির অত্যাচারে আত্মঘাতী যুবক?
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১১ফেব্রুয়ারীঃ
কাঁকসার শেখ পাড়ায় এক যুবকের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার হলো মৃতের স্ত্রী ও শাশুড়ি।
বৃহস্পতিবার অভিযুক্ত স্ত্রী হাঁসনা বানু বিবি ও শাশুড়ি আজেমা বিবিকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
মৃতের ভাইয়ের অভিযোগ তার দাদা বছর ২৬এর শেখ জাহিরের বিয়ে হয় ১১মাস আগে পাড়ারই বাসিন্দা হাঁসনা বানুর সাথে। অভিযোগ বিয়ের পর থেকেই তাঁর দাদার উপর মানসিক অত্যাচার করতো তার স্ত্রী ও শাশুড়ি। পেশায় গাড়ি চালক শেখ জাহির স্ত্রী ও শাশুড়ির তাঁর দাদার কাছে নানা রকমের জিনিসপত্র কিনে দেওয়ার জন্য মানসিকভাবে চাপ সৃষ্টি করত বলে অভিযোগ আর সেই আবদার মেটাতে হিমশিম খেতেন শেখ জাহির। মূল্যবান সামগ্রী থেকে নগদ টাকা কোনো কিছুই বাদ পড়তো না শাশুড়ি ও স্ত্রীর আবদারে বলে জানান মৃতের ভাই।
দিতে না পারলেই তার উপর অত্যাচার বেড়েই চলতো। অবশেষে বুধবার সকালে পাড়ার ভাড়া বাড়ি থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্ত্রী ও শাশুড়ির মানসিক অত্যাচারের জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে তাঁর দাদা বলে অভিযোগ মৃতের ভাইয়ের।
কাঁকসা থানার পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার রাতেই স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ।
বৃহস্পতিবার অভিযুক্ত স্ত্রী ও শাশুড়িকে দুর্গাপর মহকুমা আদালতে পাঠায়।`