১৫টি চোরাই বাইক উদ্ধার করল জামুড়িয়া থানার পুলিশ সাথে গ্রেপ্তার এক যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(জামুড়িয়া), ২১আগস্টঃ
দীর্ঘদিন ধরে জামুড়িয়া থানা এলাকায় লাগাতার বাইক চুরির ঘটনা ঘটছিল। পুলিশও লেগেছিল এই চুরির কিনারা করতে। এবার সেই বাইক চুরির ঘটনায় বেশ বড়সড় সাফল্য পেল জামুড়িয়া থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে তদন্তে বাইক চুরির বড় চক্রের হদিশ পেল পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, চলতি মাসের ১৭ তারিখে জামুড়িয়ার নন্ডি গ্রামের বাসিন্দা পিন্টু বন্দ্যোপাধ্যায়(৩২) নামে এক ব্যাক্তিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সাথে তার বাড়ি থেকে প্রথমে দুটি চোরাই বাইক উদ্ধার করে পুলিশ। পুলিশি হেপাজতে রেখে পিন্টুকে জেরা করে জানতে পারে আরও ১৩টি চোরাই গাড়ি রয়েছে। ওই দিন রাত্রে তাকে সঙ্গে নিয়ে সাঁকড়ি গ্রামের একটি পোলট্রি ফার্ম থেকে ৭ টি বাইক ও ১৯ তারিখ রাত্রে নন্ডি গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে ৬ টি চোরাই বাইক উদ্ধার করে জামুড়িয়া থানার পুলিশ। উদ্ধার হওয়া বাইকগুলির প্রতিটিতে ভিন রাজ্যের নাম্বার প্লেট লাগানো, সাথে বাইকের কোন কাগজপত্রও পাওয়া যায়নি। বাইক চুরি করে ভুয়ো নাম্বার লাগিয়ে তা এলাকারই মানুষকে কম দামে বিক্রি করত ধৃত পিন্টু বলে পুলিশ সুত্রে জানা গেছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP তথাগত পান্ডে সাংবাদিক বৈঠকে বলেন, “কয়েকদিন ধরে এলাকায় মোটরবাইক চুরি হচ্ছিল ৷ জামুড়িয়া থানার পুলিশ চুরির ঘটনার তদন্তে নামে ৷ গ্রেপ্তার করা হয় এক যুবককে ৷ জিজ্ঞাসাবাদ করে 15টি বাইক উদ্ধার হয়েছে ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত চলছে ৷ ভিন রাজ্যের চুরির ঘটনায় এই যুবক জড়িত বলে মনে হচ্ছে।”