দুর্গাপুর মহকুমা প্রশাসনের আচমকা অভিযানে আটক ২৪টি ওভারলোডেড গাড়ি
![](https://aamarkatha.in/wp-content/uploads/2020/09/aamar-katha-durgapur-drive.jpg)
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫সেপ্টেম্বরঃ
দুর্গাপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় আচমকা অভিযান চালিয়ে ২৪টি ওভারলোডেড গাড়ি আটক করা হল। পুলিশকে সাথে নিয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসনের একটি দল শনিবার এই অভিযান চালায়, যার পুরোভাগে ছিলেন মহকুমা শাসক অনির্বাণ কোলে।
মহকুমা শাসক অনির্বাণ কোলে জানান যে, সরকার থেকে নির্দেশ আছে ভাল ভাল নতুন নতুন রাস্তা যেগুলো বহু টাকা ব্যয়ে তৈরী করা হচ্ছে সেই সমস্ত রাস্তাগুলি যেন প্রশাসনের তরফে নজরদারি করে রক্ষণাবেক্ষণ করা হয়। চিপস বোঝাই, কিংবা বালি বোঝাই বা অন্যান্য সামগ্রী বোঝাই ওভারলোডেড লরি, ট্রাক কিংবা ডাম্পার যাতায়াতের কারনে এই সমস্ত ভাল ভাল রাস্তা ভেঙ্গে যাচ্ছে। শুধু তাই নয় অনেক সময় এই সমস্ত ওভারলোডেড গাড়ির কারনে সাধারন মানুষকে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। তাই সরকারের নির্দেশে আজ মহকুমা প্রসাসনের তরফে এই অভিযান চালানো হয়। ২৪টি ওভারলোডেড গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। মহকুমা প্রশাসনের অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে এই গাড়িগুলিকে আটক করা হয়েছে। এই গাড়িগুলি মূলতঃ টোল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কিংবা পুলিশের নজরদারি এড়াতে শহরের মূল রাস্তাগুলি এড়িয়ে গ্রামের রাস্তা বা শহরতলির রাস্তাগুলি ধরে যাতায়াত করে। আজ সেই জায়গাগুলিতে অভিযান চালিয়ে গাড়িগুলিকে ধরা হয়েছে। মহকুমা শাসক আরো জানান যে, শুধু আজ নয় আগামীদিনেও এই ধরনের অভিযান চালানো হবে।