দুর্গাপুরে স্বচ্ছ পুরভোটের দাবিতে গণসাক্ষর অভিযান
admin
February 20, 2023
আমার কথা, দুর্গাপুর, ২০ ফেব্রুয়ারীঃ
দুর্গাপুরে দ্রুত স্বচ্ছ পুরভোট করার দাবিতে গণস্বাক্ষর অভিযান নামে সিপিএম।
সোমবার সকালে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাসস্টযান্ড সাধারণ মানুষ ও দোকানদার দের গনস্বাক্ষর করান সিপিএমের কর্মী সর্মথকেরা।
প্রায় ৫০ হাজার মানুষের পাড়ায় পাড়ায় স্বাক্ষর সংগ্রহ করে রাজ্যপাল,রাজ্য নির্বাচন কমিশনকে পাঠাবে বলে দাবি করে সিপিএম নেতা সিদ্ধান্ত বসু।
এই গণস্বাক্ষর অভিযানকে কটাক্ষ করেছে তৃণমূল ও বিজেপি।