আক্রমণ দিয়ে শুরু করে সৌজন্যতায় নির্বাচনী লড়াই শেষ করলেন দুই প্রতিদ্বন্দ্বী
আমার কথা, মন্তেশ্বর, ১৩ মে:
শুরু হয়ে ছিল একে অপরকে আক্রমণের মধ্যে দিয়ে আর শেষ হল সৌজন্যতার মধ্যে দিয়ে। নির্বাচনের চতুর্থ দফার ভোটের দিন এরকমই একটি ঘটনার সাক্ষী রইলের বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর বিধানসভা এলাকার মানুষজন। এই কেন্দ্রের প্রধান দুই বিরোধী প্রার্থী দিলীপ ঘোষ ও কীর্তি আজাদ মন্তেশ্বরে মুখোমুখি হন, সৌজন্য বিনিময়ও করেন।
সোমবার সকাল ৭টা থেকে রাজ্যের আটটি কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণের দিন। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের বিপরীতে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কীর্তি আজাদ। প্রার্থী নাম ঘোষণার পর থেকেই এই দুই প্রার্থী একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করতে বদ্ধ পরিকর ছিলেন। প্রচারে বেরিয়ে একে অপরকে গরম গরম কথায় আক্রমণ করতে ছাড়তেন না। অবশ্য এটা ভোটারদের মন পাওয়ার একটা পুরোনো পন্থা বই আর কিছু নয়। এহেন দুই প্রতিপক্ষ নির্বাচনের দিন অর্থাৎ সোমবার মন্তেশ্বর বিধানসভার কুসুমগ্রামে মুখোমুখি হয়ে পড়েন। কিন্তু এবারের চিত্রটা ছিল ব্যাতিক্রমী। দেখা হওয়ার সাথে সাথে দুজনে একে অপরকে জড়িয়ে ধরেন। সৌজন্য ও কুশল বিনিময় করেন এই দুই প্রার্থী।
স্বভাবতই এই চিত্র মুহূর্তে ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে।