বাঙ্গালীর পছন্দের মিষ্টিতেও এবার রাজনৈতিক রঙ
আমার কথা, দেবনাথ মোদক, বাঁকুড়া, ৩ জুনঃ
সাত দফার নির্বাচন শেষ, এবার ফলাফল প্রকাশের অপেক্ষা। তার আগেই বাঙ্গালীর পছন্দের মিষ্টিতেও রাজনীতির রং! কথাটা শুনতে অবাক লাগলেও এটাই এখন সত্যি বাঁকুড়া শহরে। শহরের জুনবেদিয়ার একটি মিষ্টির দোকানে এখন সহাবস্থান পদ্ম, ঘাস ফুল থেকে কাস্তে হাতুড়ি তারার।
এবার জেলার দু’টি কেন্দ্রেই ত্রিমুখী প্রতিদ্বন্দিতা হওয়ার সম্ভাবনা প্রবল, এ কথাকে মাথায় রেখেই জুনবেদিয়ার ওই মিষ্টির দোকানে শোভা পাচ্ছে বিজেপি, তৃণমূল আর সিপিআইএমের প্রতীক চিহ্ন যুক্ত মিষ্টি।
নিজেদের রাজনৈতিক বিশ্বাস মতো নিজেদের পছন্দের প্রতীক চিহ্ন যুক্ত মিষ্টি কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন ক্রেতারাও।
ওই মিষ্টির দোকানের মালিক জয়দেব বরাট বলেন, ভোট আবহে আমরা মিষ্টির মাধ্যমে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করেছি। কম-বেশী সব প্রতীকযুক্ত মিষ্টি বিক্রি আছে, তবে এই মুহূর্তে পদ্মফুল যুক্ত মিষ্টির চাহিদাই সব থেকে বেশী। তবে এতো সবের পরেও মূলত খোয়া ও সন্দেশের সঙ্গে ‘সার্টিফায়েড রং’ ব্যবহার করেই এই মিষ্টি যে তৈরী তা জানাতে ভোলেননি তিনি।
আর ২ দিন পরেই লোকসভা ভোটের ফলাফল প্রকাশ তার আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে আবার এক্সিট পোল ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তারপরে আবার জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তি শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। ভোটের মুখে চলছে উত্তেজনা। ৪ তারিখ ফাইনাল রেজাল্ট।